রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি করে অবসরে যাওয়া ১০ জনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এমন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা লঙ্ঘন করে বড় পদে চুক্তি ভিত্তিক নিয়োগ ও অন্যান্য পদে স্বজনপ্রীতির মাধ্যমে আত্মীয় স্বজনদের নিয়োগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুদকের রাজশাহী অফিস অভিযান পরিচালনা করে। নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র পাওয়ার পর তা পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট ইউনিট।
অভিযোগের বিষয়ে জানা যায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া ১০ জনকে সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যারা সবাই বর্তমান ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেনের আত্মীয় বলে অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে ২ জন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ৩ জন, কলেজ পরিদর্শক দপ্তরে ২ জন, অর্থ ও হিসাব দপ্তরে ২ জন এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে ১ জনসহ মোট ১০ জন।
চুক্তিভিত্তিক নিয়োগের ফলে এই ১০ জন কর্মকর্তার বেতন ভাতা ও সুবিধাদি দিতে অতিরিক্ত ৫ লাখ টাকা বেশি খরচ হচ্ছে। অভিযোগ উঠেছে চুক্তিভিত্তিক এসব কর্মকর্তার বেশিরভাগেরই বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা নেই। ফলে রামেবির প্রশাসনিক ও দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। বিশেষ করে উপ-রেজিস্ট্রার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-কলেজ পরিদর্শক, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তাদের সংশ্লিষ্ট কাজে আগের কোনও অভিজ্ঞতা নেই।
বাংলা৭১নিউজ/এসএস