বাংলা৭১নিউজ, রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী পৌঁছেছেন। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছায়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী সেখানে ৩৫তম বিসিএসসের এএসপিদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং তাদের অভিবাদন গ্রহণ করবেন।
পরে প্রধানমন্ত্রী নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বাংলা৭১নিউজ/জেএস