বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গুলি, পুলিশ বলছে ‘মিসফায়ার’ বিদেশযাত্রায় দালালের দৌরাত্ম্য কমাতে দেওয়া হচ্ছে সাজা ও অর্থদণ্ড পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী নাটোরে ঋণের চাপে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান কাউন্সিলরের ১০ বছরের কারাদণ্ড নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধি দলের সাক্ষাৎ তিন দেশ থেকে ২৮২ কোটি টাকার ইউরিয়া সার আনবে সরকার ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে গেছে লবণ বোঝাই ১০ ট্রলার ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়ালো বাংলাদেশ ব্যাংক ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী ভারতের পররাষ্ট্র-সচিবের সফরে সীমান্ত হত্যার প্রসঙ্গ তুলবে ঢাকা ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন কেন্দ্র দখল করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ১৫ বুশরা বিবিকে বাড়ি থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব: প্রধানমন্ত্রী ঝিনাইদহে ৫ ঘণ্টায় ৭ ভোট! ওমরাহ শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

রাজশাহীর জনসভা থেকেই দেশের দৃশ্যপট পাল্টে যাবে: মিনু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,রাজশাহী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীতে অনুষ্ঠেয় শুক্রবারের জনসভা থেকে যে ঘোষণা আসবে, তাতে দেশের দৃশ্যপট পাল্টে যাবে।তিনি বলেছেন, এখান থেকেই গণবিস্ফোরণ ঘটবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন।

শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিনু।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেন, এখনও দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত আছে। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে তাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনবার সিদ্ধান্ত বদলের পর শেষ মুহূর্তে এসে ১২টি শর্তে মাদরাসা মাঠে ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি দিয়েছে পুলিশ।

অথচ সংলাপের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন সভা-সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। এখানেই শেষ নয়, জনসমাগম ঠেকাতে রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে।

সমাবেশের জন্য মাইকিং করতে দেওয়া হচ্ছে না। পোস্টার ও ফেস্টুন খুলে নেওয়া হচ্ছে। সমাবেশস্থলে মঞ্চ নির্মাণেও বাধা দেওয়া হয়েছে। তবে সব বাধা পেরিয়েই এখানে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই শান্তিপূর্ণ সহবস্থানে থাকতে চাই। ঐক্যফ্রন্টের নেতারা আমাদের সাত দফা দাবি জানিয়ে দিয়েছেন।

তাই বল এখন সরকারের কোর্টে। আর জনগণই এখন সব ক্ষমতার উৎস। দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত না হলে তার দায় সরকারকেই নিতে হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিনু বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি ‘জোকারদের কমিশন’। এ কমিশনের ওপর মানুষের কোনো আস্থা নেই। সরকারের আজ্ঞাবহ এ কমিশন কোনোদিন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)সিনিয়র সহ-সভাপতি এম.এ. গোফরান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি মনির আহম্মেদ বাহার, রাজশাহী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ ও মহানগর জেএসডি’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শাহ মখদুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হাসেন রিমন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com