বাংলা৭১নিউজ, রাজশাহী: রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আফজাল হোসেন ওরফে ফয়সাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
আফজালের বাড়ি নগরীর খোঁজাপুর গোরস্থান এলাকায়। তার বাবার নাম রিয়াজুল ইসলাম।
মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘রোববার রাতে জাহাজঘাট এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আফজাল গুলিবিদ্ধ হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল ইসলাম জানান, আফজালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এম