বাংলা৭১নিউজ,রাজশাহী: রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাওসার আলী (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
র্যাব-৫, রাজশাহীর মেজর এএম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে র্যাবের একটি নিয়মিত টহলদল নগরীর বুধপাড়া এলাকায় টহলে যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও একটি বড় হাসুয়া উদ্ধার করা হয়েছে।
কাওসারের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় চারটি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস