বাংলা৭১নিউজ,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন মারা গেছেন। শুক্রবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে এবং সকালে নগরীর কাশিয়াডাঙ্গায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকার সাদিকুল ইসলাম সেন্টুর ছেলে নাসির উদ্দিন (৪০) এবং নগরীর পার্শ্ববর্তী বালিয়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০)।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ধরে বাইসাইকেল যোগে কাশিয়াডাঙ্গায় আসছিলেন আবুল কালাম। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ওই বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, হাইওয়ে পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আম গাছের চারা বোঝাই একটি ট্রাক (যশোর ড- ১১-০৪৬১)।
এতে চারা বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পালিয়ে যান এর চালক ও সহকারী। খবর পেয়ে পুলিশ নাসিরের মরদেহ উদ্ধার করে। তিনি পেশায় নার্সারী ব্যবসায়ী ছিলেন। পরে অভিযোগ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/জেড এস