শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.১ ডিগ্রি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাজশাহী : রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্য প্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ শৈত্য প্রবাহ শুরু হয়। আজ সকালে তাপমাত্রা হ্রাস পেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে রাজশাহীসহ উত্তরবঙ্গে কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো ফুটে উঠলেও তাতে তাপ নেই।

রাজশাহীতে শুক্রবার দিবাগত রাতের গড় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রীর মধ্যে ঘুরপাক খেয়েছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীসহ উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা ছাড়াও দক্ষিণের কয়েকটি জেলায় এই শৈত্যপ্রবাহ বিস্তৃত রয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। রাতের তাপমাত্রা আরো কমতে পারে। ফলে রাতে শীত ও ঠাণ্ডা আরো বেশি অনুভূত হবে।
এদিকে শৈত্যপ্রবাহ দুই থেকে তিনদিন পর্যন্ত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

হিমালয় থেকে উৎসারিত একটি ঝঞা শুক্রবার রাতের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উপর দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশের আশংকা রয়েছে। এর ফলে মৃদু শৈত্যপ্রবাহটি তীব্র আকারও নিতে পারে।

সাধারণ মানুষের দুর্ভোগ: কনকনে ঠাণ্ডায় রাজশাহী অঞ্চলের জনজীবনে প্রভাব ফেলেছে। খেটে খাওয়া হতদরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। কাজের খোঁজে ভোরের দিকে বের হওয়া মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। গরম কাপড় মুড়ি দিয়ে লোকজন দিনের শুরুতে বাইরে আসেন।

শীতজনিত রোগের প্রকোপ: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও বৃদ্ধরা শীতজনিত অসুখ নিয়ে ভর্তি হয়েছেন। গত পাঁচ দিনে রামেক হাসপাতালে শিশু ও মেডিসিন ওয়ার্ডে শীতজনিত কারণে ৩শ’ ৯৬জন রোগী ভর্তি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের সংখ্যাই বেশি। তবে একই ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত ও সাধারণ রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রামেক হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. সানাউল হক জানান, হাসপাতালে শিশুদের চারটি ওয়ার্ডে মোট বেড রয়েছে ৩৫০টি। কিন্তু সবমিলিয়ে রোগী রয়েছে অন্তত ১৭ শ’ জন। আক্রান্তদের অধিকাংশ শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছে। সেবা দিতে গিয়ে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে নবজাতকদের।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com