বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির ট্রাক ও কাপড়বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যরা হলেন- ল্যান্স নায়েক জুবায়ের (৩৪) ও ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫)। তারা বিজিবির রাজশাহী ৫৩ ব্যাটালিয়নের সদস্য। আহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিজিবির নিজস্ব গাড়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বিজিবির গাড়ীটি রাস্তার মধ্যে ছিটকে পড়লে ঘটনাস্থলে ল্যান্স নায়েক জুবায়ের মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে ল্যান্স নায়েক আবু সাঈদ মারা যান।
বাংলা৭১নিউজ/এফআর