রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মোহনপুরে উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে মুরগির ফিড বহনকারী একটি ট্রাক বাগমারার দিকে আসছিল। ট্রাকটি মোহনপুরের নন্দনহাট এলাকায় পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা প্রথমে ভাঙচুর করে। পরে অগ্নিসংযোগ করেন তারা।
ওসি আরও বলেন, ট্রাকে তিনজন ছিলেন। তারা আগুন দেখে দৌড়ে পাশের বিলে পালিয়ে যান। পরে স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ