রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-ভান্ডারিয়া সড়কের আলীপুর শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে সোহাগ (১৯) ও রাজন শেখ (২১) নামে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন।
নিহত সোহাগ রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে ও রাজন শেখ একই এলাকার লালন শেখের ছেলে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন শেখের চাচা আব্দুল আরিফ জানান, রাজন শেখ আমার ভাতিজা অন্যদিকে সোহাগ ও প্রতিবেশী ভাতিজা হয়। আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে রাজন বাড়ি থেকে তার তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে সোহাগের সাথে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় আলীপুরের শান্তিনগর ব্রিজ এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে তারা দুজনই জায়গায় মারা যায়।
দুজনই ক্লাস টেনের ছাত্র। নিহত রাজন গত সপ্তাহে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে ভর্তি ছিলো বাড়ি থেকে মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য। পরে বাড়ির সবাই রাজনকে তিনদিন আগেই মোটরসাইকেল কিনে দেয়। এই মোটরসাইকেলেই ওর প্রাণ গেলো। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছে।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায় রাজন। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ