রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে জামাল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের খাটাগ্রামের করিম শেখের ছেলে। বালিয়াকান্দি থানার এসআই মাজহারুল ইসলাম জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে পাশের চাচা ওহিদুল শেখের বাড়িতে বৈদ্যুতিক মিস্ত্রি কাজ করছিল। এ সময় জামাল সেখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে বলতে ওই ঘরের জানালায় হাত দিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান।
এদিকে, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে ধানক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সালাম মোল্যা (৫০) সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের কাদের মোল্যার ছেলে।
নিহতের ভগ্নিপতি হারুন-অর-রশিদ বলেন, সালাম মোল্যা বাড়ি থেকে বের হয়ে মাঠে যান। এ সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাজবাড়ী থানায় অপমৃত্যু মামলা হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ