বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

রাজবাড়ীতে নসিমন উল্টে চালকের মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে নসিমন উল্টে চালক মোঃ সালামের মৃত্য হয়েছে।
সালাম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ফরিদ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান জানান, দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে নসিমন নিয়ে গোয়ালন্দ মোড় এলাকার দিকে আসছিল সালাম এ সময় খানখাসাপুর বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ সামনে তিনটি কুকুর এসে পড়ে এসে নসিমনের ব্রেক করলে নসিমনটি উল্টে ঘটনাস্থলেই মারা যায় সালাম।

কসাইয়ের ২৫ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে রুগ্ন গরু জবাইয়ের প্রস্তুতিকালে থানা পুলিশ এক কসাইকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্র্যাম্যমান আদালত। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পায় কসাই।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, বালিয়াকান্দি গ্রামের রুস্তম মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি বাজারে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ, এ,এস,আই কিরণ কুমার মন্ডল অভিযান চালিয়ে রুগ্ন গরু জবাইয়ের আগেই কসাই মোঃ সালাউদ্দিনকে আটক করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে কসাই মোঃ সালাউদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে জরিমানার অর্থ প্রদান করে রক্ষা পায় কসাই।

ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় হানিফ আলী (৫০) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোলারা গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে। বুধবার সন্ধ্যায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিহত হানিফ আলী কাঁচামালের ব্যবসা করতেন। ব্যবসার কারণে তার গোয়ালন্দের বিভিন্ন এলাকায় যাতায়াত ছিল। বুধবার বিকেলে তিনি দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন যৌনপল্লীর পাশে গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় অচেতন হয়ে পড়ে ছিলেন। এসময় আশপাশের লোকজন তার মাথায় পানি দেয়া সহ তাকে চিকিৎসকের কাছে নেয়ার আগেই তার মুত্যু হয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ও উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণ করে। গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হানিফ আলীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com