বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ তৈরির কারখানা বিদ্যাপীঠকে যেমন অর্থ উপার্জনের ব্যবসাকেন্দ্রে পরিণত করা অনুচিত তেমনি রাজনীতিকেও জঙ্গি উৎপাদন বা খুনী-যুদ্ধাপরাধীদের হালাল করার কাজে ব্যবহার করবেন না।’
আজ রোববার দুপুরে রাজধানীর মিরপুরে ১০নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ঢাকা-উত্তরা) আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘সমৃদ্ধ দেশের জন্য দরকার শান্তি, সুশাসন ও বৈষম্যমুক্তি। আর তা নিশ্চিত করতে প্রয়োজন বিচারহীনতার অপসংস্কৃতি থেকে মুক্তি। বিচারহীনতার কারণেই একাত্তরে যুদ্ধাপরাধ, পঁচাত্তরে বঙ্গবন্ধুহত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ সশস্ত্র জঙ্গি হামলা ঘটেছে, দেশের বুকে জমেছে স্বৈর-সাম্প্রদায়িকতার জঞ্জাল।’
‘অতীতের জঞ্জাল বুকে নিয়ে সমৃদ্ধির পথে দ্রুত এগুনো সম্ভব নয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে কারণেই শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীসহ সকল খুনীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আর যাদের হাতে রক্তের দাগ তারাই খুনীদের পক্ষে ওকালতি করে’।
‘রাজনীতিতে যুদ্ধাপরাধীদের কোন জায়গা নেই এবং বৈষম্যমুক্ত, শান্তি, সুশাসনের সমৃদ্ধ দেশ গড়তে বুকে দেশপ্রেম নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’, স্মরণ করিয়ে দেন হাসানুল হক ইনু।
সমবেত শিক্ষার্থীদের এ সময় মাতা-পিতা ও শিক্ষকের প্রতি জীবনের সবচেয়ে বড় ঋণের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
স্থানীয় সামাজিক নেতা মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, আয়োজক সংগঠনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির (রানা), জাসদ (মহানগর পশ্চিম) এর সভাপতি নূরুন নবী প্রমূখ।
বাংলা৭১নিউজ/এসআর