রাজধানী কিছু এলাকায় আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিকেল ৪টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/আরকে