বাংলা৭১নিউজ, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মিরপুর
জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতলের সমর্থনে রোববার সকালে রাজধানীর মিরপুর কাজী পাড়ায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মিরপুর পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলে থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবায়ের, জামায়াত নেতা টুটুল, মিতুল ও শিবিরের মিরপুর পূর্ব থানা সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন।
কোতোয়ালি
হরতলের সমর্থনে রাজধানীর নয়াবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।
মিছিলে জামায়ত নেতা আবু আবদুল্লাহ, আজাদ, ডা আবূ নাসের, মো: মিজান , শফিকুর রহমান, আবুবকর, গোলাম মাওলা, তৈয়বুর রহমান, আলী আজম, মো: জামাল ও মো: বেলাল উপস্থিত ছিলেন।
শেরে বাংলানগর
হরতালের সমর্থনে রাজধানীর আগাও গাঁওয়ে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুর রহমান তোরন, মোস্তাফিজুর রহমান , খোমিনী ও জাকির হোসাইন প্রমুখ।
বাংলা৭১নিউজ/সি এ্ইচ