বাংলা৭১নিউজ,ঢাকা রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে গতকাল রবিবার রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।
বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা ওই আবাসিক ভবনটি গতকাল রবিবার বিকাল থেকেই হেলে পড়ে। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান।
বাংলা৭১নিউজ/এমআয