বাংলা৭১নিউজ,ঢাকা: ডিএনসিসি’র ২নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বেনুর (ঠেলা গাড়ি) নির্বাচনী ক্যাম্পে বোমা হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে ।
শুক্রবার গভীর রাতে ২নং ওয়ার্ডের কালাপানি, ডি ব্লক ও শহীদবাগ এলাকায় হামলা চালিয়ে ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বোমা ছোড়া হয়।
ইসমাইল হোসেন বেনু বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কদম আলী মাতবরের নির্দেশে ওই হামলা হয়েছে।
৭০ -৮০ জনের একটি সংঘবদ্ধ দল মুখে কাপড় বেঁধে বোমা হামলা ও ভাঙচুর চালায়।
পল্লবী থানার সামনে বসেই তারা হামলার পরিকল্পনা করে। আমার প্রত্যেকটি ক্যাম্পে হামলা হয়েছে। ১২ নম্বরের সি, ডি ও বি ব্লকসহ ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি ক্যাম্পে হামলার সময় বোমা ছোড়া হয়েছে।
আমার সমর্থক ওয়ার্ড আওয়ামীলের সাধারন সম্পাদকের বাসায়ও ভাঙ্গচুর করা হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বলেছি ধৈর্য ধারণ করতে। পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়েছি।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ২নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর