মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘সিটি আইটি বিজয় উৎসব-২০২০’। সোমবার (১৪ ডিসম্বর) আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন বিসিএসের প্রেসিডেন্ট শহীদ-উল-মুনীর ও বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক এ. এল মাজহার ইমাম চৌধুরী। উৎসবে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ওপর মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার।
এ ছাড়া আকর্ষণীয় গেমিং প্রতিযোগিতা, প্রতিদিন কুপন ড্র, ১৫ ডিসেম্বর বিজয় র্যালি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর ক্রেতাদের জন্য পিঠা উৎসব থাকছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর বন্ধ থাকায় উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বাংলা৭১নিউজ/এমএস