শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

রাজধানীতে ১২ দলীয় জোট ও এলডিপির বিক্ষোভ মিছিল

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার (১ নভেম্বর) সকালে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন দল দুইটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ১২ দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরীসহ অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্ত, অবৈধ সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করেছে। 

তারা বলেন, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকার আদায়ে আন্দোলনরত সাতজন নিরীহ নেতাকর্মীকে হত্যা করেছে এই অবৈধ সরকার। সারাদেশে গত কয়েকদিন যাবৎ নির্বিচারে নেতাকর্মীদের বাড়ি-ঘরে তল্লাশির নামে ভাঙচুর এবং নিরীহ পরিবার পরিজনদের অত্যাচার ও নিপীড়ন করা হয়।

হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা সরকারের এই অবিবেচক আচরণের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি অবিলম্বে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন তারা। 

ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি থেকে করে বিক্ষোভ মিছিল করে এলডিপি। মিছিলটি পল্টন মোড়ে গেলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

এলডিপি নেতারা অভিযোগ করেন, মিছিল থেকে এলডিপির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি বলেন, প্রায় দেড়যুগ ধরে ক্ষমতাসীন দলের অব্যাহত অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা ও ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। 

তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয়, তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে উঠেছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি এতটাই দেউলিয়াত্বে পরিণত হয়েছে যে, পুলিশ ছাড়া ঘর থেকে বের হওয়ার সাহসও তারা হারিয়ে ফেলেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com