রাজধানীর কদমতলিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে কদমতলীর শনির আকড়া আর এস টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আ. আলিমের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সে। পরিবারের সঙ্গে থাকত শনির আকড়া পাটেরবাগ শিয়া মসজিদ ব্যাংক কলোনীতে। শনির আকড়ায় আয়শা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করত আরাফাত।
নিহত ইয়াসিনের ভাই আব্দুল হাই সোহেল জানান, রাতে আমরা শুনতে পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর হাসপাতালে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। ঘটনার সময় যারা ওর সঙ্গে ছিলেন তাদের কাছে শুনেছি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পাশের এলাকার ছেলেরা তাকে ছুরিকাঘাত করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আরাফাতের বুক ও পিঠসহ শরীরের কয়েক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ