ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজধানীতে বাতাস বইতে শুরু করেছে। যদিও সন্ধ্যার পরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। ‘যদিও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই’, বলেছেন তিনি।
রবিবার কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঢাকায় দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের মূলভাগ এরইমধ্যে উপকূলে উঠেছে। এর প্রভাবেই রাজধানীতে বাতাস শুরু হয়েছে।’
এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘ঢাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে, মোখার মূলভাগ উপকূল অতিক্রম করার পরই বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৬টার পর রাজধানীতে বৃষ্টি শুরু হবে। যদিও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সারা রাতই বৃষ্টি হবে, তবে তা থেমে থেমে হওয়ার সম্ভাবনাই বেশি।’
এদিকে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোখা বাংলাদেশ অতিক্রমের পর আগামীকাল সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ