‘ভেজালমুক্ত খাদ্য উপকরণ চাই’ এই স্লোগানে, রন্ধনশিল্পী দিবস উপলক্ষে একটি র্যালি করেছে স্বাদকাহন নামে একটি সংগঠন।
আজ মঙ্গলবার সকালে র্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে খাদ্যভবন গিয়ে শেষ হয়।
র্যালিতে দেশের বিভিন্নস্থান থেকে আসা রন্ধন শিল্পীরা অংশ নেন।
ভেজালমুক্ত রন্ধন উপকরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান, স্বাাদকাহন সম্পাদক ইশরাত জাহান দিলরুবা সহ আগত রন্ধন শিল্পীরা।
বাংলা৭১নিউজ/এএম