বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৭৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, আটকরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।
গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, আটকদের কাছ থেকে ১৬২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ২২ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।
বাংলা৭১নিউজ/এসকে