রাজধানী ঢাকা থেকে ৫৬০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ এই আইসের মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, `৯০ লাখ টাকা মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা জব্দ করা হয়েছে। এটি এখন পর্যন্ত ঢাকায় জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান।’
তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ