রাজধানীর মিরপুরের পল্লবীতে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় সন্ত্রাসী জনি গ্রুপের চার সদস্যক গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মিরপুর ১২নম্বর সিরামিক রোড সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে ব্যবসায়ী মিলনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসী জনি বাহিনী। হামলার শিকার ওই ব্যবসায়ীর সেনাবাহিনীর এমইএসয়ের তালিকাভুক্ত সরকারি ঠিকাদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সাহয়তায় আসামিদের সনাক্ত করে। এর পর চার আসামি মো. জনি, মো. জাহিদ, মো. শাওন ও মো. পান্নুকে কক্সবাজার থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী মিলনের ভাই মিরাজ খাঁন।
শনিবার মিরপুর বিভাগের এডিসি আরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
এডিসি বলেন, আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চাইনিজ কুড়াল, লোহার রড, লোহার পাইপ, ধারালো স্টিলের ফ্লাটবার উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই উজ্জল আসামিদের গ্রেফতার করে।
বাংলা৭১নিউজ/এসএইচ