রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বেপরোয়া জিপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আমরিনা হক (২৭), উজ্জ্বল পাণ্ডে (২৬) এবং ৮ বছরের শিশু ইয়াসিন।
জানা গেছে, খিলক্ষেত যাত্রী ছাউনির সামনে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর উঠে যায় বেপরোয়া জিপটি। এতে ইয়াসিন নামে ৮ বছরের ইয়াসিন ঘটনাস্থলেই মারা যান। আমরিনা হক (২৭) ও উজ্জ্বল পাণ্ডেকে (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করে দেখা গেছে, জিপ গাড়িটির সামনে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের স্টিকার লাগানো রয়েছে। তবে এটি ব্যক্তি মালিকানাধীন বলে জানা গেছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া জিপ গাড়ি (ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভারব্রিজের নিচের আইল্যান্ডের সাথে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর উঠে পড়ে।
বাংলা৭১নিউজ/এসএইচ