রাজধানীর যাত্রাবাড়ীর নিমতলী চৌরাস্তা এলাকায় ইবাদত ক্যালেন্ডার কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর নিমতলী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি