রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিনারা আক্তার ও মনিরা বেগম। বিমানবন্দর থানার এসআই এনায়েত কবির মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিনারা আক্তার ও মনিরা বেগম উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টেুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে ঢাকা থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে এবং বাসচালক শাহিনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি