বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন হলেন- নাজমুল (১৯), সুমন (১৮), শাকিল (১৮), মনির (১৬), আশিক (১৪) ও হাসান (১৪)।
তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে।
বাংলা৭১নিউজ/সিএইস