বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমেন হাসনাইন রব্বানীর (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তিনি পল্লবী এলাকার ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডের একটি বাসায় থাকতেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোমেন হাসনাইন রব্বানী পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ পল্লবীতে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি যশোর জেলায়।
রব্বানী আত্মহত্যা করেছেন, না এটা হত্যাকাণ্ড- এমন প্রশ্নে তিনি বলেন, তারা দুটি বিষয়ই সন্দেহ করছেন। তবে ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এন