রাজধানীর সবুজবাগ থানার ব্যাংক কলোনী দক্ষিণগাঁও এলাকার একটি ফ্ল্যাট থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) প্রিয়তোষ চন্দ্র দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সবুজবাগ ব্যাংক কলোনী দক্ষিণগাঁওয়ের ৯২/১ ফ্ল্যাটের তৃতীয় তলার একটি বাসার দরজার সামনে থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ওই নারীকে দুই চোয়ালের মাংস কাটা ও দাঁত বের হওয়া অবস্থায় পাওয়া যায়। এছাড়া তার গলার ডান পাশে তিন ইঞ্চি কাটা জখম ছিল। তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বাংলা৭১নিউজ/এএস