নতুন মাদকসহ উচ্চবিত্ত শ্রেণির তিন তরুণকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। গ্রেফতারকৃতরা হলেন— গুলশানের কাজী মইনুল ইসলামের ছেলে কাজী মারম্নফুল ইসলাম ওরফে রাজ (২৬), একই এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইসমাইল বেপারী (৩০) ও ধানমন্ডির মৃত জুবায়ের নঈমের ছেলে সাকিব নঈম (২৭)।
বুধবার (৪ ডিসেম্বর) গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের সহকারী পরিচালক রাহুল সেন।
এসময় তাদের কাছ থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ১ কেজি ৪০ গ্রাম, ক্যানাবিনলযুক্ত কান্ডি ৬০ গ্রাম, তরল ক্যানাবিনয়েড ৩৮ গ্রাম, ম্যাজিক মাশরুম ১৮ গ্রাম, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা উত্তর মেট্রো এর উপপরিচালক শামীম আহম্মেদ।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনতেন। অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে কৌশলে মাদক পৌঁছে দিতেন তারা। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ- তরুণী এসব মাদক টাকার বিনিময়ে কিনে নিয়ে সেবন করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ