রাজধানীর ভাটারা থানা এলাকায় নকল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ভেজাল মদসহ কয়েকজনকে আটক করা হয়।
গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়।
গুলশান জোনের উপপুলিশ (ডিসি) কমিশনার সুদীপ্তা চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি বিষাক্ত মদপানে জীবননাশের ঘটনা ঘটেছে। এ কারণে মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান চালানো হচ্ছে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের দুটি ঘটনায় মদ পান করে মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন। অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তারা বিষাক্ত মদ পান করেছিলেন বলে তদন্তের মাধ্যমে জানতে পারে থানা পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
বাংলা৭১নিউজ/এবি