রাজধানীর শাহজাহানপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে খিলগাঁও রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন রাত দেড়টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
পথচারী মো. সেলিম জানান, রোববার দিবাগত রাতে খিলগাঁও রেলগেটের রেললাইন দিয়ে অসতর্কভাবে পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকার বাইরে থেকে আসা কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোববার দিবাগত রাতে শাহজাহানপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন মারা যান তিনি। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ