বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায় পাঁচ হাজার মামলা ও ২৪,০৫,৭৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৪৭টি গাড়ি ডাম্পিং ও ৮১০টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ৪,৯৪৬টি মামলা করা হয়েছে। উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯৮টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯১৮টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১,৯৩০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১টি মোটর সাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩১টি মামলা করা হয়।
গতকাল শনিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
বাংলা৭১নিউজ/এসকে