রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুল হান্নান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার শিশুকন্যা মিম আক্তার (১২)।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান আব্দুল হান্নান।
গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত মিমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোমেনা বেগম বলেন, মিম তার বাবার সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। পথে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হান্নান।
তিনি আরও বলেন, হান্নানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা আবাসিক এলাকায়। মিম স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আব্দুল হান্নানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত মিমের অবস্থা আশঙ্কামুক্ত।
বাংলা৭১নিউজ/এসএইচবি