বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর চকবাজারের নাজিমউদ্দিন রোডের আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সানি (২০) ও আকাশ (২৫)। তারা রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির এলাকায় থাকেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মোটরসাইকেলে ওই তিনজন গন্তব্যে যাচ্ছিল। পথে নাজিমউদ্দিন রোডের একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।এতে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরাত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এন