বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা জামায়াত-শিবিরের কর্মী।
শুক্রবার সকালে মেরুল বাড্ডার ৮ নম্বর রোডের ২৫ নম্বর ভবনের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গুলশান জোনের উপপুলিশ কমিশনার মোশতাক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাবাদ চলছে।
বাড্ডার থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল জানান, ওই ভবনের মালিক বেলাল হোসেনকেও আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস