রাজধানীর ফার্মগেট মোড়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ জুলাই) থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার গোলাম সবুর রবিবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত চারজনের একজন। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা ছিনতাইকারী কিনা এসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত চারজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বাংলা৭১নিউজ/আরএম