রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় মোছা. কানিজ ফাতেমা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছা. সোনিয়া পারভীন বলেন, আমরা খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ‘আমরা স্বজনের কাছে জানতে পারি নিহতের স্বামী পারভেজ দুবাইপ্রবাসী। মুঠোফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহতের বাড়ি ফরিদপুর জেলা ভাঙ্গা থানার বালিয়াকান্দি গ্রামে।
বাংলা৭১নিউজ/এসএইচ