বাংলা৭১নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আজিজ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় খেলাঘর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আজিজের বন্ধু জসিম জানায়, দুপুরে খেলাঘর মাঠে ক্রিকেট খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড় সাইমনের সঙ্গে কথা কাটাকাটি হয় আজিজের। পরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে সাইমন তার হাতে থাকা ছুরি দিয়ে আজিজের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেকে প্রচুর রক্ত বের হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে আজিজ মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজিজকে আহত অবস্থায় তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসে। এ সময় সায়মন ও তার বন্ধুরাও আসে। ঘটনা শোনার পর আমরা সাইমন, মনির জুয়েলসহ পাঁচ জনকে আটক করে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আব্দুল আজিজের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উড়ারপারে। তার বাবার নাম বাসির হোসেন। তিনি ঢাকায় ফল বিক্রি করেন। তারা তেজকুনি পাড়ার রেল কলোনির ১০১/ডি নম্বর বাড়িতে থাকতেন।
বাংলা৭১নিউজ/এন