রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রবিবার (৯ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। বাসস
বাংলা৭১নিউজ/এমএস