রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে দেশি অস্ত্র ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার যুবকের নাম কালাম হাওলাদার (৩৪)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী স্কয়ার শপিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।
এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওই র্যাব কর্মকর্তা আরো জানান, কালাম এলাকার মাদক ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে নিজের মাদক ব্যবসার নিরাপত্তার স্বার্থে এ অস্ত্র ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএন