বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম সায়েদাবাদ ও গাবতলী বাসস্ট্যান্ড, বংশাল, ভাটারা, কমলাপুর বিআরটিসি বাসস্ট্যান্ড এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এই সদস্যদের গ্রেফতার করে।
গ্রেফতাকৃতরা হচ্ছে – মো: জামাল (৩৫), মো: সাঈদ (২৪), মো: রানা (২০), এনামুল হক ওরফে এনাম (২৮), মো: আবু হোসেন (২৬), মো: আরিফ হোসেন (২৩), মো: মনা(২২), মো: আলমাজ শেখ(২৭), মো: ইমরান আলী(১৯), মো: মিলন পাটোয়ারী (২২), মো: মিলন ওরফে পেটকাটা মিলন (২৬), মো: রানা (২১), মো: আলমগীর (২২), মো: সজিব (২৯), মো: রুবেল (২৪), মো: মানিক রহমান ওরফে সাজু (৩০), মো: সাকিল সিদ্দিক (২৬), মো: সুজন (২৪) এবং মো: জয়নাল (২৮)।
এ সময় আটককৃত অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে ঘুমের ওষুধ মেশানো হালুয়া ও চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকার বাস, সিএনজি, রেলস্টেশন ও লঞ্চঘাটে অবস্থানরত নিরীহ ও সাধারণ যাত্রীদের টার্গেট করে তাদেরকে কৌশলে বিভিন্ন প্রকার জুস, শরবত ও হালুয়ার সাথে চেতনানাশক ওষুধ মিশ্রিত করে খাওয়ানোর পর অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়।
সাধারনত এরা যাত্রীবেশে কিংবা হকার, চা ও পান বিক্রেতা সেজে কৌশলে এ ধরনের প্রতারনা করে থাকে।
বাংলা৭১নিউজ/সিএইস