বাংলা৭১নিউজ, ডেস্ক: প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়ের অতিথিরা উইন্ডসর কাসলে বিয়ের অনুষ্ঠানে আসতে শুরু করেছেন।
আমেরিকান টক শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি, ইদ্রিস এলবা, গায়ক জেমস ব্লান্টের মতো তারকারা রয়েছেন এই বিয়ের ৬০০ নিমন্ত্রিত অতিথির তালিকায়। বিয়ে হচ্ছে সেন্ট জর্জেস গির্জায়।