বাংলা৭১নিউজ, বান্দরবান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস (এমএন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
আজ ভোরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ভুইয়ারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেএসএস নেতা নয়ন জ্যোতি (২৫) ও যুদ্ধ চন্দ্র চাকমা (২২)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম চৌধুরী বলেন, আজ ভোরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ভুইয়ারছড়া গ্রামে জেএসএসের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি হয়। এতে জেএসএস নেতা নয়ন জ্যোতি ও যুদ্ধ চন্দ্র চাকমা নিহত হন। এ সময় আরো কয়েকজন আহত হলেও তাদের নাম জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেএসএসের (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুরেশ কান্তি চাকমা অভিযোগ করে বলেন, ‘মধ্যরাতে ইউপিডিএফের সন্ত্রাসীরা আমাদের দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে।’
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জেএসএসের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটতে পারে।’
বাংলা৭১নিউজ/সিএইস