বাংলা৭১নিউজ, রাঙ্গামাটি প্রতিনিধি:
ভারি বর্ষণে পাহাড় ধসের ঘটনায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির সার্কিট হাউসের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। পাহাড় ধসের ঘটনায় এ নিয়ে রাঙ্গামাটিতে ১০৬ জনের লাশ উদ্ধার হলো। স্থানীয়দের দাবি, এ জেলায় এখন পর্যন্ত ৫-৬ জন নিখোঁজ আছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র মণ্ডল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রুপনগর, মানিকছড়ি, বেদবেদিসহ পাঁচটি এলাকায় অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/জেএস