বাংলা৭১নিউজ,(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পদ্ম কুমার চাকমা (৪০) নামে আবারও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেশ কিছুদিন পাহাড়ে এসব হত্যাকাণ্ড বন্ধ ছিল। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের করঙ্গাছড়ি এলাকায় একটি দোকানে বসে চা পান করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহত পদ্ম কুমার চাকমার বাড়ি রাঙ্গামাটি শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কে বা কারা এই ব্যক্তিকে কী কারণে হত্যা করেছে আমরা বুঝতে পারছি না। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যে এটা আঞ্চলিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এএসপি ছুফিউল্লাহ।
এদিকে এই হত্যাকাণ্ডের পর আঞ্চলিক দলগুলোর কোনোটির পক্ষ থেকেই এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। ফোনও ধরছেন না দলগুলোর কোনো নেতা।
বাংলা৭১নিউজ/এফএ