বাংলা৭১নিউজ,সিলেট: সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে তারাপুর চা বাগানের ভূমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ মামলার রায় আগামী ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
আজ দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক সাইফুজ্জামান হিরো রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
সিএমএম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়ের জন্য দিন ঘোষণার আগে ভূমি আত্মসাৎ মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলা অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে কোতোয়ালি থানায় আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন।
উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলা দু’টি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেন সিএমএম আদালত।
বাংলা৭১নিউজ/এন