রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।
উদ্বোধনের আগে শিক্ষার্থীদের মাঝে ১৪ দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে দেখা যায়, বড় সাদা কাপড়ের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা এসে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে স্বাক্ষর করছেন।
এ সময় তারা ব্যানারে বিভিন্ন দাবি লিখছেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা লিখেছেন ‘রাকসু আমার অধিকার। ‘ ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুস্মিতা লিখেছেন ‘ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে, বাসের ট্রিপ বৃদ্ধি করতে হবে। ‘ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসান আলী লিখেছেন ‘বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আরো উন্নত চাই। ‘
নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘আমরা দ্রুত রাকসু নির্বাচন চাই। রাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে। যেটির মাধ্যমে ক্যাম্পাস থেকে মৌলবাদ দূর হবে। ‘
এ বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর কালের কণ্ঠকে বলেন, ‘রাকসু এবং সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি নিয়ে আমরা মাসব্যাপি কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচি আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশের আয়োজন করবো। ‘
বাংলা৭১নিউজ/এসএইচ